খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
অধিকার আদায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য দিনাজপুরের খানসামা উপজেলায় পথ নাটক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দিনব্যাপী খানসামা পিএফজি'র আয়োজনে উপজেলার চৌরঙ্গী বাজার, পাকেরহাট ও ভুল্লারহাট বাজারে "আসুন, আমাদের অধিকার আদায়ে সচেতন ও সোচ্চার হই" স্লোগানে সুন্দরবন থিয়েটারের পরিবেশনায় পথনাটক 'আহ্বান' অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণী-পেশার নানা বয়সী মানুষ এসময় স্বতঃস্ফূর্ত ভাবে এই পথনাটক উপভোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন খানসামা পিএফজি'র কো-অর্ডিনেটর নুরুল হক, সদস্য ওবায়দুর রহমান, রকিবুল ইসলাম ও লতিকা রায়, ইয়ুথ এ্যাম্বাসেডর জে আর জামানাহ আয়োজন সংশ্লিষ্ট ব্যক্তিরা। নাগরিক অধিকার ও কর্তব্য নিয়ে এই পথনাটক শেষে উপস্থিত জনসাধারণের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করেন পিএফজি'র সদস্যরা।