অনলাইন নিউজ পোর্টাল ক্রিয়েটিভ দিনাজপুর’র আনুষ্ঠানিক পথ চলা শুরু

দিনাজপুর প্রতিনিধি
বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতার প্রত্যয় নিয়ে বর্ণাঢ্য আয়োজনে অনলাইন নিউজ পোর্টাল ক্রিয়েটিভ দিনাজপুর’র আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছে। আজ সোমবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনলাইন পত্রিকাটির প্রধান উপদেষ্টা স্বরুপ বকসী বাচ্চু প্রধান অতিথি হিসেবে-এর আত্মপ্রকাশ করেন।
পত্রিকাটির আত্মপ্রকাশ উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণসম্পাদক সময়টিভির সাংবাদিক গোলাম নবী দুলাল, পাটোয়ারী বিজনেস হাউজের পরিচালক শহিদুর রহমান পাটোয়ারী মোহন, বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টারের পরিচালক ডা. ডিসিরায়, সিনিয়র সাংবাদিক শাহারিয়ার শহীদ মাহাবুব হিরু, মাইটিভির দিনাজপুর প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়, সিনিয়র সাংবাদিক গবেষক ও লেখক আজাহারুল আজাদ জুয়েল, ডেইলী স্টার বিভাগীয় প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ-সভাপতি কংকন কর্মকার, বাংলাদেশ সংবাদ সংস্থার দিনাজপুর প্রতিনিধি রুস্তম আলী মন্ডল, আমাদের সময় দিনাজপুর প্রতিনিধি রতন সিং, উত্তরবাংলার বার্তা সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ। এ সময় এই পত্রিকাটি সংবাদে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা ভুমিকা রাখবে বলে প্রত্যাশা করেন বক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ফখরুল হাসান পলাশ, জিন্নাত হোসেন, মোফাচ্ছিলুল মাজেদ, আব্দুর রাজ্জাক, আবুলকাশেম, সালাহ উদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম ফুলাল, সুকুমার, রাসেল ইসলাম, রাজু বিশ্বাস, রফিক প্লাবন, সাহেব আলী, মিজানুর রহমান ডোফুরা, টিসিএ দিনাজপুর-রসাধারন সম্পাদক বরকত হোসেন আরমান, রুবেল, পাপ্পু, বিজন দাস, প্লাবন ইসলাম, সাব্বির, নবিউল ইসলাম দুলু, সাগর প্রমুখ।
চ্যানেল২৪ ও সমকালের সাংবাদিক বিপুল সরকার সানি সম্পাদিত ও প্রকাশক শাহনেওয়াজ ফিরোজ শুভ, নির্বাহী সম্পাদক দেশ রুপান্তরের সাংবাদিক কুরবান আলী ও বাংলানিউজ ২৪ এর সাংবাদিক মোস্তাফিজুর রহমান পত্রিকাটির বার্তা সম্পাদক হিসেবে রয়েছেন।