অপ্সরা পার্লার এন্ড মেকওভার এর উদ্বোধন
দিনাজপুর প্রতিনিধি
সম্পূর্ণ নতুনত্ব নিয়ে দিনাজপুরে অপ্সরা বিউটি পার্লার এন্ড মেকওভার বাহাদুর বাজার শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে দিনাজপুর শহরের লিলিমোড়ে অপ্সরা পার্লার এন্ড মেকওভার বাহাদুর বাজার শাখার উদ্বোধন করেন দিনাজপুরের উদ্যোক্তাবর্গ গ্রুপের সভাপতি সম্পা দাস মৌ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের উদ্যোক্তাবর্গ গ্রুপের সিনিয়র সহ–সভাপতি আল মামুন সরকার, সাধারণ সম্পাদক সায়কা ইয়াসমিন এলিন, সহ–সাধারণ সম্পাদক শাকিলা আফরোজ।
অপ্সরা পার্লার এন্ড মেকওভার এর স্বত্ত্বাধিকারী ও দিনাজপুরের উদ্যোক্তাবর্গ গ্রুপের সদস্য মাহবুবা ইসলাম সুমি জানান, আধুনিকতার ছোঁয়া দিতে আমাদের এই প্রতিষ্ঠানের বাহাদুর বাজার শাখার উদ্বোধন করা হলো। তিনি বলেন, এই প্রতিষ্ঠান শুধু মহিলাদের জন্য প্রযোজ্য। এখানে মেয়েদের বিয়ের পূর্ণাঙ্গ সাজ, পার্টির সাজ, ফেসিয়াল, ভ্রুপ্লাক, হেয়ার রিবন্ডিং, হেয়ার ট্রিটমেন্ট, হেয়ার কাট, নাক-কান ফোঁড়ানো হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুরের উদ্যোক্তাবর্গ গ্রুপের মডারেটর সাঈদ মাহমুদ, পরিচালনা পর্ষদ সদস্য জিনাত রহমান, মাসুমা শারমিন শাপলা, সুমনা অধিকারী, মালা রানি রায়, উদ্যোক্তা শিফাত জাহান, হোসনেয়ারা পারভীন, লিলুফা লাবনী, বুবলী, সানজিদা সুবর্ণা, তাজমিরা, সামসুন নাহার, রাহুল, রিনা পারভীন, রুবিনা বেগম, রাজিয়া সুলতানা, লিমা রহমান, লাবনি কুন্ডু, শিমুল, স্বর্ণা, শফিকুল ইসলাম, সাদিয়া তন্ময়।