নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার প্রবীণ চিকিৎসক ডা. লোকমান আলী (৭১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। আজ বৃহস্পতিবার দিবাগত রাত ২.৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেনে।
তিনি ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে ৩ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছন। প্রবীণ এই চিকিৎসক ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত (টি,এইচ,এ), ঠাকুরগাঁও সিভিল সার্জন এবং যশোর জেনারেল হাসপাতালে সুপারেন্টেন্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর পৈতৃক বাড়ি নওগাঁ জেলার সান্তাহারে। উল্লেখ্য রাজশাহী মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর ১৪তম ব্যাচের ছাত্র ছিলেন।
বৃহস্পতিবার বাদজোহর ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে জানাজা নামাজ শেষে স্থানীয় কানাহার কবর স্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন স্থানীয় সুধিজন, রাজনৈতিক ব্যাক্তীবর্গ ও তার সহকর্মিগণ।