অসহায় শীতার্তদের পাশে গভীর রাতে আক্কেলপুর ইউএনও
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাট আক্কেলপুরে কনকনে তীব্র শীতে কষ্ট পাচ্ছিলেন অসহায়, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষরা। কাউকে না জানিয়ে গভীর রাতে হঠাৎ শীত বস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে নিজ হাতে শীত বস্ত্র তাদের গায়ে জড়িয়ে দিলেন জয়পুরহাটের আক্কেলপুরের ইউএনও মনজুরুল আলম।
গতকাল শনিবার রাতে রেল স্টেশন, পৌর এলাকা এবং উপজেলার বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে শীত বস্ত্র বিতরণ করেন তিনি। এসময় তীব্র শীতে কষ্ট পাওয়া মানুষরা শীত বস্ত্র পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
এবার এই উপজেলায় আগাম শীত পড়েছে। গত কয়েক দিন থেকে তাপমাত্রার পারদ ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠা নামা করছে। এতে বিপাকে পড়েছেন এই উপজেলার নিম্ন আয় ও ছিন্নমূল মানুষেরা। শীত বস্ত্রের অভাবে দারুন কষ্টের মধ্যে দিনপার করতে হচ্ছে তাদের। তাদের শীতের কষ্ট কিছুটা লাঘবে শনিবার ১০০ টি শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শীত বস্ত্র পাওয়া ষাটোর্ধ হাজেরা বেওয়া বলেন, মুই ইস্টিশনে থাকো, মোক খুব শীত্তি লাগোছে বাবা, অনেক কষ্ট করে ঠান্ডার মধ্যে আছি বা। এই গরম কাপড় পাইয়ে মোর খুব উপকার হলো। আল্লাহ তোমাকের অনেক ভাল করবে বাফো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম বলেন, গত কয়েকদিন থেকে এই এলাকায় তীব্র শীত পড়েছে। ইতোমধ্যে দুর্যোগ ও ত্রাণ বিষয়ক মন্ত্রণালয় থেকে আমাদের শীতবস্ত্র ক্রয়ের বরাদ্দ এসেছে। আজ ১০০ টি শীত বস্ত্র বিতরণ করেছি। পর্যায়ক্রমে সাড়া উপজেলায় আরও অধিক পরিমানে শীত বস্ত্র বিতরণ করা হবে।