বুধবার, ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আঁধার থেকে আলো

 

আঁধার থেকে আলো

শিক্ষা হলো দেশকে তালা মুক্ত করার চাবি
শিক্ষা হল মা-বাবার সাধ পূর্ণ করার দাবি
তোমার কাছে এইটুকু রাখছি আমার দাবি
তার বদলায় দৃশ্যপট সব অনুকূলেই পাবি।

শিক্ষা ছাড়া নিজের জীবন পুরাপুরি শূন্য
লেখাপড়া করে জীবন করতে পারো ধন্য
কল্পনা হয় জ্ঞানের চেয়ে অতি গুরুত্বপূর্ণ
বড় হয়ে অনিয়ম সব করতে হবে চূর্ণ।

শিক্ষা ছাড়া জীবন চলায় আসবে না আর গতি
শিক্ষা নিয়ে দেশ ও জাতির করবে বেশ উন্নতি
শিক্ষা হলো এই পৃথিবীর ক্ষমতাধর অস্ত্র
শিক্ষা হলো জীবন চলার কার্যকরী যন্ত্র।

ঘুমের ঘোরে স্বপ্নে দেখা এই কথাটি মানি,
বড় হয়ে দেখবো তুমি অনেক বড় জ্ঞানী
শিক্ষা তোমার মনের মাঝে বিশাল কর্মশক্তি
শিক্ষিত আলোয় মননশীল আর দেশের প্রতি ভক্তি

কলম তোমার হোক হাতিয়ার
বইটি তোমার সঙ্গী
তোমার মনের শিক্ষার আলোয়
মিলবে সুজন সঙ্গী।

শিক্ষা হলো জ্ঞানের জীবন
মনের সাধের জুটি
জ্ঞানী গুণীর বিদ্যালয়ে
থাকবে না আর ত্রুটি।

শিক্ষা নামক বৃক্ষমূলের
রসটা ব্যাপক তিতা
কিন্তু গাছের ফল ও ফুলে
মিলবে গলে ফিতা।

বাবা-মা ও শিক্ষক বিনা
হয় না কেহ বিদ্বান
তাইতো জীবন গড়তে
তারাই শ্রেষ্ঠ অবদান।

শিক্ষাদান আর দীক্ষাদানে
সর্বদা যার দরকার
তাদের প্রতি শ্রদ্ধা জানাও
মুছবে সকল হাহাকার।

শিক্ষার আলো পেয়ে তুমি
হও বড় ভাগ্যবান
শিক্ষার মশাল যুগ যুগান্তর
মনের মাঝে দীপ্যমান

যে জন শিক্ষার আলো জ্বালে
সকাল সাঝে নিত্য
বড় হয়ে তুমি নতশিরে
তাদের শ্রদ্ধায় কোমল চিত্ত।

শিক্ষা নিয়ে বড় হবে
শপথ করো আজ
শিক্ষায় তুমি শিক্ষিত হও
পরবে মাথায় তাজ।

জীবন চলার পথে
আসুক যত ঝড়
তোমার স্থানে থাকবে
তুমি অনড়।

মা হয়ে আজ ধন্য আমি
করছি এই প্রার্থনা
মা বাবা আর শিক্ষা গুরুর
আশির্বাদ তো ব্যর্থ না।

বড় হয়ে গুরুজনদের করবে
তুমি ভক্তি
চলার পথের পাথেয় আর
যুগান্তরের শক্তি।

মাহমুদা খাতুন
সহকারী মৌলভী
পানিকাটা দাখিল মাদ্রাসা
ফুলবাড়ী, দিনাজপুর।

Share This