বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আক্কেলপুরের তিলকপুরে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরের তিলকপুর ইউনিয়নের মোহনপুর বাজারে জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বৈকাল ৩ টায় তিলকপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আয়োজনে মোহনপুর বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় তিলকপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডা. ফজলুর রহমান সাঈদ ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলার সহকারী সেক্রেটারী এস এম রাশেদুল আলম সবুজ,উপজেলা আমীর মাওলানা শফিউল হাসান দীপু, উপজেলা প্রচার সেক্রেটারি সাখাওয়াত হোসেন সুইট, উপজেলা বায়তুলমাল সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা অফিস সেক্রেটারি মোস্তাফিজুর রহমান,আক্কেলপুর পৌর সেক্রেটারি মো. রিপন হোসেন, গোপীনাথপুর ইউনিয়ন সেক্রেটারি সেক্রেটারি হাফেজ ওয়ালী উল্লাহ সহ সমাবেশে স্থানীয় জামায়াত-শিবির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Share This