বুধবার, ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আক্কেলপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১০টায় উপজেলা মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুরুল আলম।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র আলমগীর চৌধুরী বাদশা, সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার সহকারী সেক্রেটারি রাশেদুল আলম সবুজ এবং আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোশফিকুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় মৎস্য চাষিরা।
আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মৎস্য চাষি রমজান আলী বলেন, “উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যদি আমরা আর্থিক সহায়তা পাই, তবে মৎস্য চাষে আরও এগিয়ে যেতে পারব।
অনুষ্ঠান শেষে উপজেলার সফল ৩ জন মৎস্য চাষির মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Share This