আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে জয়পুরহাটের আক্কেলপুরে শহীদ মিনহাজের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুুরুল আলম সোনামুখী ইউনিয়নের রামশালা গ্রামের শহীদ মিনহাজুল ইসলামের কবরে পুষ্পস্তবক ও কবর জিয়ারত করেন ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. ওয়ালীউল্লাহ সেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মতিনসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা।
উল্লেখ্য, কিশোর মিনহাজুল ইসলাম অসুস্থ্য মায়ের উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের বড়বাড়ি এলাকার নিউ কমান্স নামে একটি পোশাক কারখানায় হেলপার হিসেবে কাজ করতেন। গত ২০২৪ সালের ২০ জুলাই, দুপুর ১২টার দিকে বড়বাড়ি কথিত জয়বাংলা নামক সড়কে গুলিতে শহীদ হন তিনি।