সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আক্কেলপুরে তেলবাহী লড়ি ও পিকআপের সংঘর্ষে গুরুতর আহত ৩

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে ওভারটেক করতে গিয়ে তেলবাহী লড়ি ও পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে তিন জন গুরুতর আহত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৫ টার দিকে আক্কেলপুর-বগুড়া সড়কের পূর্ণ গোপীনাথপুর হঠাৎপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা তাঁদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
আহতরা হলেন, বগুড়ার কাহালু উপজেলার শান্তা গ্রামের রফিক (২২), শাজাহানপুর উপজেলার কৈগাড়ি গ্রামের উজ্জল হোসেন (২২) এবং গাইবান্ধার পলাশবাড়ির কেত্তারপাড়া গ্রামের আরিফ হোসেন (৪৪)। তারা সকলে পিকআপ ভ্যানে ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আক্কেলপুর থেকে আইসক্রীম বহনকারী একটি পিকআপ ভ্যান ওই এলাকায় পৌঁছলে যাত্রীবাহী একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা তেলবাহী লড়ির সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে তারা কেবিনে আটকে পড়ে। এসময় তেলবাহী লড়িটির তেমন ক্ষতি না হওয়াই দ্রুত গতিতে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থল গিয়ে পিকআপ ভ্যানের কেবিন কেটে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তাদের অবস্থা গুরুতর হওয়াই কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
প্রত্যক্ষদর্শী আজাদ নামের স্থানীয় বাসিন্দা বলেন, বিকট শব্দ শুনে সড়কে এসে দেখি পিকআপ ভ্যান ও তেলের লড়ি মুখোমুখী  সংঘর্ষ হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবদুল কাদের বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে পিকআপ ভ্যানের কেবিন কেটে গুরুতর অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Share This