বুধবার, ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আক্কেলপুরে দূর্গাপূজা উপলক্ষে আনসার ভিডিপি সদস্য বাছাই অনুষ্ঠিত

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
সনাতন ধর্মাম্বলীদের সবচেয়ে বড় উৎসব আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার জন্য জয়পুরহাটের আক্কেলপুরে আনসার ও ভিডিপি সদস্য/সদস্যা বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আনসার ও ভিডিপি বাহিনীর ক্ষেতলাল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেনের নেতৃত্বে আজ মঙ্গলবার সকাল ৯ টায় আক্কেলপুর উপজেলা পরিষদ চত্বরে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় ক্ষেতলাল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেন বলেন, দেশ বিরোধী অপশক্তি দেশের সম্প্রীতিকে নষ্ট করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে চক্রান্ত করে বিরোধ ছড়াতে চাচ্ছে। সেজন্য উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাদের ও সদস্য-সদস্যাদের সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে। সদস্য বাছাইয়ে ওয়ার্ড থেকে উপজেলা ও জেলা পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কোন কর্মকর্তা অর্থনৈতিক লেনদেনে জড়িত হওয়া যাবেনা। আমরা আক্কেলপুর উপজেলা থেকে ৩৭ টি মন্দিরের জন্য মোট ২৪৬ জন যোগ্য প্রার্থীকে বাছাই করেছি।
আক্কেলপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কাজী মাকামাম মাহমুদা বলেন, দূর্গাপূজা বাছায় উপলক্ষে কোন আনসার সদস্য আর্থিক লেনদেন জড়িত হলে কেউ তথ্য দিলে তাকে আক্কেলপুর উপজেলা আনসার ভিডিপি অফিস থেকে পুরস্কৃত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক লাইজুল ইসলাম, উপজেলা প্রশিক্ষিকা সিরাজাম মুনিরা , উপজেলা আনসার কোম্পানী কমান্ডার দেলোয়ার হোসেনসহ অনেকে। সবার উপস্থিতিতে আক্কেলপুর উপজেলার ৩৭টি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা রক্ষার্থে জন্য ২৪৬ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা বাছাই করা হয়।

Share This