মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আক্কেলপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ২০ ভরি স্বর্ণালঙ্কার লুট

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে মালয়েশিয়া প্রবাসী সোহেল রানার বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মালয়েশিয়া প্রবাসী সোহেল রানা ছুটিতে বাড়িতে অবস্থান করছেন। বুধবার রাতে খাওয়া-দাওয়া শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। ভোর আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে ১৫-১৬ জনের একটি ডাকাতদল জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে।
প্রথমে তারা নিচতলায় থাকা চার শ্রমিকের মোবাইল ফোন জব্দ করে তিনজনকে ঘরে আটকে রাখে। একজনকে নিয়ে তারা প্রবাসীর বাবা রুবেল হোসেনকে জিম্মি করে দ্বিতীয় তলায় যান। বাবার ডাকে সাড়া দিয়ে সোহেল রানা দরজা খোলার পর তাকেও জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর ডাকাতরা ঘরে থাকা সকলকে আটকে রেখে আসবাবপত্র তছনছ করে প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার ও ২৫-৩০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।
খবর পেয়ে সকালে পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব, থানা ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে বিলাসবহুল এ বাড়িতে কোনো সিসিটিভি ক্যামেরা নেই বলে জানা গেছে।
ভুক্তভোগী সোহেল রানা বলেন, ১৫-১৬ জন ডাকাত ছিল। তারা আমাদের সবাইকে জিম্মি করে বাড়ি তছনছ করেছে। নগদ প্রায় ৩০ হাজার টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, প্রবাসী সোহেলের বাড়িটি বিদেশি স্টাইলের। বৃহস্পতিবার ভোরে সেখানে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
জয়পুরহাট পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে এসেছি। তদন্ত চলছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।

Share This