
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে বিএনপির মনোনয়ন নিয়ে দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় আক্কেলপুর উপজেলায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্য অনুসারে, মনোনয়ন হারানো সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকরা যখন উপজেলা পরিষদ এলাকায় জমায়েত হয়। এসময় সাবেক ডিসি ও সচিব আব্দুল বারীর সমর্থকরা তাদের ওপর হামলা করে। এর ফলে উভয় পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়ে যায়। এই ঘটনায় মোস্তফা গ্রুপের দুজন আহত হন।
পুলিশ খবর পেয়ে এ ঘটনাস্থলে আসলে উভয় পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়। কিন্তু এরপর আবারও গোলাম মোস্তফার সমর্থকেরা গোপিনাথপুর এলাকায় বিক্ষোভ মিছিল শুরু করেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, সংঘর্ষের খবর পাওয়া মাত্রই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।