আক্কেলপুরে ২ লাখ টাকার বেহুন্দী জাল পুড়িয়ে ধ্বংস

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে ২ লাখ টাকার নিষিদ্ধ বেহুন্দী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়াতে সোমবার এ অভিযান চালায় উপজেলা মৎস্য বিভাগ। আজ সোমবার বিকেলে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের ভালকির ব্রিজ নামক স্থানে ছোট নদীতে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়।
মৎস্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধ নেট জাল দিয়ে মাছ শিকার করলে দেশীয় মাছসহ মাছের পোনা হুমকিতে পড়ে। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর উপজেলা মৎস্য বিভাগ অভিযান পরিচালনা করে রুকিন্দীপুর ইউনিয়নের ভালকিল ব্রিজ ছোট নদী থেকে ৪০০ মিটার জাল জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মুশফিকুর রহমান, অফিস সহকারী হাসান, অফিস সহায়ক সাইফুল সহ প্রশাসনের আরো অন্যান্য কর্মচারী।
মাঠে থাকা কৃষক আনোয়ার বলেন, অতিবৃষ্টির কারনে আমাদের মাঠে পানি জমেছে। আমাদের পানি নিষ্কাশনের একমাত্র পথ ছোট নদী, তাতে কিছু লোক বাঁশের বেড়া দিয়ে জাল ফেলে পানি চলাচলে বাধা সৃষ্টি করে এতে আমাদের ধানের অনেক ক্ষতি হচ্ছে। এ অভিযান পরিচালনা করে জালগুলো উঠিয়ে দেয়াতে আমাদের কৃষকদের ফসলের উপকার হবে।
উপজেলা মৎস্য অফিসার মোশফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বেহুন্দী জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছি। জালগুলো নদী থেকে জব্দ করা হয়েছে, ওই জাল গুলোর কোন মালিককে ধরা যায়নি।
মে মাস থেকে পরবর্তী সময়ে পাঁচ প্রজাতির দেশীয় মাছ পোনা উৎপাদন হয়। এ সময় চায়না দুয়ারিসহ কারেন্ট জাল দিয়ে মাছগুলো মেরে ফেলে এক শ্রেণির জেলেরা। দেশীয় মাছের পোনা রক্ষাসহ মৎস্য আইন অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে।