আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা দিল প্রেসক্লাব


আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুরুল আলমকে বদলি জনিত বিদায় সংবর্ধনা দিয়েছে প্রেসক্লাব আক্কেলপুর । গতকাল শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম শফি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি মওদুদ আহম্মেদ, কোষাধ্যক্ষ ও কালের কন্ঠ প্রতিনিধি শাদমান হাফিজ শুভ, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সিনিয়র বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা, জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারী এস.এস রাশেদুল আলম সবুজ, সাংবাদিক রিপন হোসেন, জয়পুরবার্তার সম্পাদক শাহীনুর রহমান হামিদসহ স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউএনও মনজুরুল আলম আক্কেলপুরে দায়িত্ব পালনকালে প্রশাসনিক দক্ষতা, সততা ও উন্নয়ন কর্মকাণ্ডে অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর মানবিক আচরণ ও কর্মনিষ্ঠা এলাকাবাসীর মনে স্থায়ী ছাপ ফেলেছে।
বিদায়ী ইউএনও মনজুরুল আলম বলেন, আক্কেলপুর শুধু আমার কর্মস্থল নয়, এটি আমার ভালোবাসার জায়গা হয়ে থাকবে। এখানকার মানুষের আন্তরিকতা ও সাংবাদিকদের সহযোগিতা আমি কখনো ভুলবো না।
পরে প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও মনজুরুল আলমের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে দৈনিক জনকন্ঠের প্রতিনিধি সকেল হোসেন, দেশ মা পত্রিকার প্রত্রিকার প্রতিনিধি রিফাত হোসেন মেশকাত , আলোকিত প্রতিদিন প্রতিনিধি আতিয়ার চৌধুরী রাজু, গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিনিধি নিশাত আনজুমান, রূপালী বাংলাদেশ প্রতিনিধি চৈতন্য চ্যাটার্জী, যায়যায় দিন প্রতিনিধি আল-রাফি উপস্থিত ছিলেন। ইউএনও মনজুরুল আলম বগুড়ার শেরপুর উপজেলায় বদলী হয়েছেন।
