রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আদিবাসীদের অস্তিত্ব রক্ষায় “এলাং” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেছেন, আদিবাসীদের অস্তিত্ব রক্ষায় এবং সমাজ পরিবর্তনে “এলাং” কাব্যগ্রন্থ যথেষ্ঠ অবদান রাখবে। তাদের প্রকৃতির সাথে বসবাস এবং বিলুপ্ত হয়ে যাওয়া সংস্কৃতি রক্ষায় গনমাধ্যম কর্মীরা অগ্রণী ভূমিকা রাখতে পারে।
শুক্রবার রাতে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে কবি সামিয়েল মার্ডি’র দ্বিতীয় সাঁওতালী বাংলা দ্বিভাষিক কবিতাগুচ্ছ “এলাং” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। সাবেক আদিবাসী চেয়ারম্যান ও সংস্কৃতি সংগঠক বাজুন বেসরা’র সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন আদিবাসী সংস্কৃতি সংগঠক, কবি-সাহিত্যিক ও গবেষক অধ্যক্ষ প্রফেসর ড. মাসুদুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সহ সভাপতি আজহারুল আজাদ জুয়েল, কবি নিরঞ্জন রায়, প্রভাষক হারুন-উর-রশিদ, সাহিত্যিক ও আদিবাসী গানের গীতিকার লগেন কিস্কু, প্রফেসর এনামুল হক, আদিবাসী নেতা যোসেফ মুর্মু, কবি কমল কুজুর, কবি হীরা লাল রায়, মনিমেলার পরিচালক নুরুল মতিন সৈকত, কবি অদিতি রায়, কবি ও ছড়াকার মমিনুল ইসলাম। বক্তারা বলেন, “এলাং” সাঁওতালী শব্দটির বাংলা অর্থ হলো উত্তাপ। অর্থাৎ আগুন থেকে নির্গত তাপ। সামিয়েল মার্ডির কাব্যগ্রন্থ “এলাং” এ প্রগতির দায় ও মানবতা প্রতিষ্ঠার দ্বার উন্মোচন হবে আদিবাসী সম্প্রদায় মানুষদের। কবি সামিয়েল মার্ডি তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, “এলাং” বা উত্তাপ কে সামনে রেখে সাঁওতাল সমাজের অব্যক্ত দুঃখের কথা, নির্যাতনের কথা, বিদ্রোহ, প্রতিবাদ ও স্বাধীনতার কথা, জায়গা-জমি-ভিটা-বাড়ি বেদখলের কথা বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছি আমার এই কাব্যগ্রন্থে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন আদিবাসী সংস্কৃতিক কর্মী রিতা হেম্রম।

Share This