রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আদিবাসীদের সক্ষমতা বৃদ্ধিতে অবহিতকরণ সভার উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস) দিনাজপুর এর আয়োজনে ইলিভেটিং মার্জিনালাইজ্ড পপুলেশন্স থ্রো ও ওমেন্স ইক্যুইটি এন্ড রিপ্রেইন্টেশন (ইম্পাওয়ার) প্রকল্পের আওতায় এবং নাগরিকতা, সিভিক এনগেজমেন্ট ফান্ড, জিএফএ কনসাল্টিং গ্রুপ এর সহযোগিতায় প্রকল্প অবহিতকরণ সভার উদ্বোধণ করেন প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বোরহান উদ্দীন।
আজ শনিবার জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয় উপজেলা নির্বাহী অফিসার মো. বোরহান উদ্দীন বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর সহযোগিতায় আদিবাসী ও দলিত নারী-যুবদের উন্নয়নের মূল স্রোতধারায় আনতে পারলে সক্ষমতা বৃদ্ধি পাবে। এর জন্য সবাইকে বৈষম্য মূলক মানসিকতা পরিত্যাগ করতে হবে। প্রকল্প বিষয় সার্বিক কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার শাহ্ আবজাল আহম্মেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মিল স্পেশালিস্ট লুৎফুল কবির। প্রজেক্ট ম্যানেজার শাহ্ আবজাল আহম্মেদ বলেন, এই প্রকল্প দিনাজপুর সদরের পৌরসভা, সুন্দরবন, ফাজিলপুর ও শেখপুরা ইউনিয়নের, বিরল ধামইর, ধর্মপুর, রাণীপুকুর, রাজারামপুর ইউনিয়নে, কাহারোল উপজেলায়, রসুলপুর, মুকুন্দপুর, সুন্দরপুর, রামচন্দ্রপুর ও বীরগঞ্জ উপজেলায় সুজালপুর, ভোগনগর, মোহনপুর, মরিচা ইউনিয়নের চার হাজার নারী ও আদিবাসী এবং দলিত সম্প্রদায়ের জনগোষ্ঠী এই প্রকল্পে অংশীজন হিসেবে কাজ করবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মতিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেরাজুল ইসলাম। কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের ট্রেনিং ইনচার্জ মো. খাদেমুল ইসলাম। মেডিকেল অফিসার ডা. হোসেন মো. নাহিদ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রজেক্ট অফিসার সাইফুল আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেএসকেএস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মর্জিনা রুপা।

Share This