দিনাজপুর প্রতিনিধি
‘পারিবারিক আইনে সমতা আনি, নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ করি’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে মহিলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সমাবেশে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুবিনা আকতার এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা শাখার সম্মানীয় সদস্য কানিজ রহমান, সহ-সভাপতি মনোয়ারা সানু, মিনতি ঘোষ, লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি, সম্মানিত সদস্য জেসমিন আরা, সদস্য শিবানী উরাও, রেহেনা বেগম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধি। সহিংসতার ঘটনা কেবল নারীর জীবনকেই বিপন্ন করে না; বরং রাষ্ট্রীয় ও সামাজিক অগ্রগতিতে বাধা দেয়। বক্তারা নারীর প্রতি সহিংসতা নির্মূলে রাষ্ট্রের দায়বদ্ধতা নিশ্চিতের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, নারীর প্রতি অধস্তন ও পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, নারীবান্ধব আইনগুলোর যথাযথ প্রয়োগ করতে না পারা, বিচারিক কাজে দীর্ঘসূত্রতার ফলে নারীর উন্নয়ন, তথা দেশের উন্নয়ন ব্যাহত হচ্ছে। নারী ও কন্যার প্রতি সহিংসতা নির্মূলে বিবাহ, বিবাহবিচ্ছেদ, সম্পত্তির অধিকার, সন্তানের অভিভাবকত্ব এসব ক্ষেত্রে নারীর সমঅধিকার নিশ্চিত করতে হবে। অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন, নারী নির্যাতনের বিরুদ্ধে আইন প্রণয়ন ও যথাযথ প্রয়োগের ওপর গুরুত্ব দিতে হবে। বৈষম্যমুক্ত সমাজ গঠনে নারী ও কন্যা শিশুর প্রতি নির্যাতন বন্ধের আহ্বান জানান।
তারা বলেন, এখনও সমাজে প্রতিনিয়ত নারী ও কন্যা শিশুরা নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছে, যা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। এ বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়ে দেখতে হবে। তারা বেগম রোকেয়ার জীবনী থেকে শিক্ষা নিয়ে সব বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়ার জন্য নারী সমাজের প্রতি আহ্বান জানান।