আমাদের সময় পত্রিকার বিরামপুর প্রতিনিধি নয়ন হাসানের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক
দৈনিক আমাদের সময় পত্রিকার দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রতিনিধি নয়ন হাসান (৩৪) গত বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১ টার দিকে দিনাজপুরের চেকআপ ডায়াগনস্টিক এ্যান্ড জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!)।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নয়ন হাসান উপজেলার দিওড় ইউনিয়নের ডোমাবাগ গ্রামের মো. হাসান আলীর ছেলে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) তাঁর প্রথম নামাজে জানাযা বিরামপুর সরকারি কলেজ মাঠে বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়। পরে বাদ যোহর দিওড় ইউনিয়নের ডোমাবাগা গ্রামে তার নিজ বাড়ীতে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য নয়ন হাসান আমাদের সময় পত্রিকার দিনাজপুরের বিরামপুর প্রতিনিধি ছাড়াও বিরামপুর প্রেসক্লাবের সদস্য ও উপজেলার পলিপ্রয়াগপুর দাখিল মাদরাসার অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।