
আমি মোছা. ঝর্ণা বেগম (৪৫), স্বামী- মো. মোশারফ হোসেন, গ্রাম- দক্ষিণ বাসুদেবপুর (নয়াপাড়া), ইউনিয়ন- ৭নং শিবনগর, উপজেলা- ফুলবাড়ী, জেলা- দিনাজপুর। আমি দীর্ঘদিন থেকে হার্টের সমস্যায় ভুগছি। সম্প্রতি আমার হার্টে ১৬মি.মি. একটি ফুটো ধরা পড়ে। ডাক্তার অতিদ্রুত ঢাকায় অপারেশন করাতে বলেছে। এতে প্রায় ২ থেকে আড়াই লাখ টাকার প্রয়োজন। আমি দরিদ্র একজন মানুষ। আমার স্বামী একজন ভ্যান চালক। আমাদের পক্ষে চিকিৎসা ব্যয় বহন করার ক্ষমতা নেই। তাই সমাজের সহৃদয়বান দানশীল বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের জন্য আকুল আবেদন করছি। সাহায্য পাঠানোর ঠিকানা-
#সোহানুর রহমান (ছেলে)
০১৩০৩-৩৭৮১০৬ (নগদ ও বিকাশ)