রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ


দিনাজপুর প্রতিনিধি
আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার চূড়ান্ত মূল্যায়নের ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ’২৪ অনুষ্ঠিত হয়েছে। আহ আজ শনিবার সকালে দিনাজপুর জিলা স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত আনন্দঘন এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা।

আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যাপক সাদাকাত আলী খানের সভাপতিত্বে এতে মূল বক্তব্য উপস্থাপন করেন মাদ্রাসার পরিচালক মো. কামরুল হাসান রাসেল। ভাইস প্রিন্সিপাল মো. শামীম হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, দিনাজপুর সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আবু বক্কর সিদ্দিক, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী এ্যাডভোকেট তোজাম্মেল হক বকুল, দিনাজপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক মো. মনিরুজ্জামান প্রমুখ। উপস্থিত ছিলেন, মাদ্রাসার সমন্বয়ক মো. মাহ্ফুজুর রহমান, পরিবহন বিভাগীয় প্রধান মশিউর রহমান জুয়েল, আরবী বিভাগের প্রধান হাফেজ মাওলানা আরিফুল ইসলাম, ইংরেজী বিভাগীয় প্রধান মিনারা পারভীনসহ সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষা এখন আর পিছিয়ে পড়া শিক্ষা না। বর্তমানে মাদ্রাসার শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের সাথে সমানভাবে এগিয়ে যাচ্ছে। ক্ষেত্রবিশেষে কোনো কোনো স্থানে মাদ্রাসা ছাত্ররাই এগিয়ে থাকে। এমন প্রেক্ষাপটে আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা আরবীর সাথে ইংরেজি, গণিত, বিজ্ঞানসহ সব বিষয়ে গুরুত্ব দেয়ায় এটি অনন্য প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। আমাদেরকে যার যার অবস্থান থেকে এ মাদ্রাসাকে পরামর্শ ও সহযোগিতা প্রদান করে এটিকে একটি মডেল মাদ্রাসায় পরিণত করতে হবে।
অনুষ্ঠানে মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থী তাহমিদ হক সাদ, মুবাশ্বিরা তাসনীম মৌ, লামিয়া জামান, মাহমুদুল হাসান মাফি পবিত্র কুরআন তেলাওয়াত, হামদ, দেশের গানসহ বিভিন্ন প্রাণবন্ত পরিবেশনা উপস্থাপন করে।

Share This