রবিবার, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আ.লীগ আমাকে ক্রস ফায়ারে মেরে ফেলার হুকুম দিয়েছিল- বিএনপি নেতা গফুর মন্ডল

‎জয়পুরহাট প্রতিনিধি
বিগত আওয়ামীলীগ সরকারের সময় সবচেয়ে বেশি নির্যাতন ও হামলা মামলার স্বীকার হয়েছি। প্রায় আড়াই ডজন মিথ্যা মামলার মাথায় নিয়ে ঘর ছাড়া হয়েছি। আমাকে রাজনীতির মাঠ থেকে বিদায়ের জন্য ক্রস ফায়ারের নির্দেশ দেওয়া হয়েছিল। তবুও দুঃসময়ে বিএনপির হাল ছাড়িনি। আমাকে দমিয়ে রাখতে যত মামলা দেওয়া হয়েছে বিএনপির কোন নেতার নামে এত হামলা দেওয়া হয়নি। আমার বাবা মা’র মৃত্যুর সময় জানাজায় অংশগ্রহণ করতেও দেয়নি আওয়ামিলীগের পেটোয়া পুলিশ বাহিনী।
তিনি সাধারণ ভোটারের উদ্দেশ্যে বলেন, বিএনপি’র দলীয় প্রতীক ধানের শীষ এটা উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক। ‎তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে জয়পুরহাট ও পাঁচবিবির উন্নয়নের স্বার্থে আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন এবং তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র সংস্কারে ৩১ দফার বাস্তবায়নের মাধ্যমে দেশ পরিচারিত হবে।
আজ শনিবার দুপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের সমর্থনে লিফলেট বিতরণ,নির্বাচনী গণ সংযোগ ও পথসভায় জেলা বিএনপির সদস্য ও পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল উপরোক্ত কথাগুলো বলেন।
নির্বাচনের আগাম গণ সংযোগের অংশ হিসাবে ‎প্রায় ২ সহস্রাধিক মোটরসাইকেলের বহর নিয়ে উপজেলার শালাইপুর বাজার থেকে জয়পুরহাট সদর উপজেলার ভাদসা,ধলাহার ইউনিয়নের মধ্যে দিয়ে পাঁচবিবি উপজেলার ধরঞ্জী, রতনপুর, কড়িয়া, হাটখোলা, চৌমুহনী, আটাপাড়া ও বাগজানা হয়ে পাঁচবিবি পৌর শহরে প্রবেশ শেষ করেন।
এসময় তার সফর সঙ্গী ছিলেন,পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী,দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান,মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাব্বু, থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ও কুসুম্বা ইউনিয়ন ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. নুরুল্লাহসহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রায় দুই হাজারের অধিক নেতাকর্মীগণ।

Share This