মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ইজিবাইক চুরির দায়ে গ্রেফতার পৌর ছাত্রদলের সদস্য সচিবকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে ইজিবাইক চুরির দায়ে গ্রেফতার পৌর ছাত্রদলের সদস্য সচিব কাশেম পাপ্পুকে দলীয় সিদ্ধান্তে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরুপ সাংগঠনিক সম্পর্ক না রাখতে নির্দেশনা প্রদান করা হয়েছে। গত ৯মে বিভিন্ন গণমাধ্যমে গ্রেফতারের সংবাদটি প্রকাশিত হলে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জেলা ছাত্রদল।
রোববার (১১মে) জাতীয়তাবাদী ছাত্রদল দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. রেজাউর রহমান রেজা ও সাধারণ সম্পাদক মো. আবুজার সেতু’র সিদ্ধান্তক্রমে সহ-সাংগঠনিক সম্পাদক (দপ্তরের চলতি দায়িত্ব প্রাপ্ত) ইঞ্জিনিয়ার মো. শাহজালাল স্বাক্ষরিত দিনাজ/জেসিডি/১১/২০২৫ নং স্মারক অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বহিষ্কার করা হয়।
এর আগে গত শুক্রবার (৯মে) ইজিবাইক চুরির দায়ে মালামাল উদ্ধারসহ ফুলবাড়ী পৌর ছাত্রদলের সদস্য সচিব কাশেম পাপ্পু (৩০) সহ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারকৃত অন্য আসামীরা হলেন, কাটাবাড়ী গ্রামের মন্টু মিয়ার ছেলে রাশেদ হোসেন রাসেল (৩৫), বারোকোনা গ্রামের জবেদুল ইসলামের ছেলে সেলিম (৩১), দক্ষিণ তেঁতুলিয়া পাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (২৬), পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে সামিউল আলম রতন।
জানা যায়, গত ৪ মে পৌর এলাকার কাটাবাড়ি বাংলা স্কুলের সামনে থেকে ইজিবাইক চালককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে ইজিবাইক চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার (৮মে) রাতে বিরামপুর উপজেলার দক্ষিণ শাহাবাজপুর গ্রামের মজিবর রহমান এর ছেলে শাহিন রানা ৬ জনের নাম উল্লেখ করে ফুলবাড়ী থানায় একটি চুরি মামলা দায়ের করেন। মামলার সূত্রধরে ওই দিনই রাতভর অভিযান চালিয়ে ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ইজিবাইকের ৬ টি ব্যাটারী, একটি মোটর, একটি চার্জার, দুইটি কন্ট্রোলার, একটি লোহার শকাপ, একটি চাকাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের নজরে আসে। রোববার (১১মে) দলীয় সিদ্ধান্তে পৌর ছাত্রদলের সদস্য সচিব কাশেম পাপ্পুকে বহিষ্কার করা হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুর রহমান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফুলবাড়ী পৌর শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. আবুল কাশেম পাপ্পু-কে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি দিয়ে পৌর ছাত্রদলের আহ্বায়ককে অবগত করেছেন জেলা নেতৃবৃন্দ।
জানতে চাইলে পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমাম হাসান মোনাস বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ফুলবাড়ী পৌর শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. আবুল কাশেম পাপ্পু-কে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছি।

Share This