মঙ্গলবার, ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল

বোচাগঞ্জ প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে জাতীয় পার্টির উদ্যোগে ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন এবং যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।
আজ রবিবার বেলা সাড়ে ৪টায় বিক্ষোভ মিছিল শেষে উপজেলা জাতীয় পার্টির কার্য্যালয়ের সামনে মানববন্ধনের বক্তব্য রাখেন কেন্দ্রিয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও বোচাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট মো. জুলফিকার হোসেন। আরো বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো. আব্দুল আলিম, সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন, সেতাবগঞ্জ পৌর ছাত্র সমাজের আহবায়ক মো. রোকনুজ্জামান লিমন, সদস্য সচীব মো. গোলাপ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলার প্রতিটি ইউনিয়ন জাতীয় পার্টির নেতা কর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ফিলিস্তিনের মুসলমানরা প্রতিনিয়ত ইসরায়েলি দখলদারদের আগ্রাসনের স্বীকার হচ্ছে। ইসরায়েলি আগ্রাসনের হাত থেকে শিশু, বয়স্ক, নারী, পুরুষ কেউ রেহাই পাচ্ছেনা। সেখানে মুসলমানদের উপর চলছে ইসরায়েলি বরবরতা। এ পর্যন্ত ইসরায়েলি দখলদার বাহিনী ৫০ হাজরের অধিক নিরিহ জনগণকে হত্যা করেছে। এই দখলদারদের বিরুদ্ধে কি বলব আমরা ভাষা হারিয়ে ফেলেছি। গণহত্যা কোন ভাবেই কাম্য নয়। আমরা এর প্রতিবাদ জানাই। সর্বোপরি জাতি সংঘ, ওআইসি, বিশ^ মোড়ল আমেরিকা এবং মুসলিম বিশে^র প্রতি যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

Share This