রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উত্তরে জেঁকে বসেছে শীত জনজীবন বিপর্যস্ত


দিনাজপুর প্রতিনিধি
দেশের উত্তরের জেলা দিনাজপুরে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ শনিবার সকাল ৬টায় দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, শনিবার সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১ কিলোমিটার।
তাপমাত্রা কমার পাশাপাশি হিমেল বাতাস ও ঘন কুয়াশা শীতের তীব্রতাকে আরো বাড়িয়ে দিয়েছে। যদিও সকালে সূর্য উঠছে কিন্তু প্রখরতা একেবারেই কম। তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তারা ঠিকভাবে কাজে যেতে পারছেন না কিংবা কাজে গেলেও কাজ করতে কষ্ট হচ্ছে, ফলে তাদের আয় উপার্জনে ভাটা পড়েছে।
শ্রমিক আবুল হোসেন বলেন, সকালের দিকে আর সন্ধ্যা থেকে শীতের অনুভূতি বেশি হচ্ছে। সকালে কুয়াশা আর শীতটা বেশি থাকে, বেলা ১০টার পরে শীতের তীব্রতা কমে যাচ্ছে তখন কাজে যাচ্ছি।
আটো চালক হাবিবর রহমান বলেন, সকাল বেলা মানুষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছে না, আবার সন্ধ্যা নামার সাথে সাথে বাসায় ফিরছে। কয়েক দিন থেকে ভাড়া কম হচ্ছে। কারণ সন্ধ্যা নামার সাথে সাথে ঠান্ডা বাড়ছে, পরেরদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত থাকে।
এদিকে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২ দিন ধরে দিনের বেলায় কুয়াশায় আছন্ন চারপাশের প্রকৃতি। আজ শনিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শুক্রবার সকাল ৬ টায় রেকর্ড করা হয়েছিলো ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস থাকলেও সারাদিন হালকা কুয়াশা মোড়ানো প্রকৃতি। সূর্যের রোদ ছড়ালেও ছিল না উষ্ণতা। বিকেল পর্যন্ত বইছিলো উত্তরের হিমেল হাওয়া। হিমেল হাওয়ায় অনুভূত হচ্ছে শীত।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, কয়েক দিনের তুলনায় আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়লেও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারদিক। ঘন কুয়াশায় সূর্যের আলো ভূপৃষ্ঠে আসতে না পারায় বেশি শীত অনুভূত হচ্ছে।

Share This