উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের উপশহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা শিক্ষা অফিস দিনাজপুর সদর এর আয়োজনে উপজেলা পর্র্যায়ের ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা )-২০২৫ কে সামনে রেখে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সানজিদা শারমিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. হুমায়ুন কবির তালুকদার, মো. রফিকুল ইসলাম, আরিফুর রহমান খান, শাহাদাৎ হোসেন, সিরাজউদ্দিন। খেলা পরিচালনা করেন রেফারি মো. ওবায়দুর রহমান, সজিতও ডালিম। ধারা ভাষ্যকার বর্ণনা করেন এমবি বিপুল রায় । উদ্বোধন অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, মো. গোলাম ফারুক, মো. কামরুজ্জামান, এটিএম তোফায়েল হোসেন সহ ১০টি ইউনিয়নে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় ৭ নং উথরাইল ইউনিয়ন বনাম ৬নং আউলিয়াপুর ইউনিয়ন। উপজেলা পর্যায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান বলেন, প্রতিটি প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ গড়ে তুলতে এ ধরনের টুর্নামেন্ট যথেষ্ট অবদান রাখবে বলে আমার বিশ্বাস। আজকের এই ক্ষুদে ফুটবল খেলোয়ার একদিন যে ম্যরাডোনা হয়ে সারা বিশ্বে ফুটবল খেলোয়ার হিসেবে পরিচিতি লাভ করতে পারে। খেলা শেষে ট্রাইবেকারে ৬নং আউলিয়াপুর ইউনিয়নকে হারিয়ে ৭নং উথরাইল ইউনিয়ন জয় লাভ করে আগামী ৭ জানুয়ারী এই মাঠে ফাইনাল খেলা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে।