এপেক্স ক্লাবের প্রেসিডেন্ট আক্তার শহিদুজ্জামান সেক্রেটারি মিনাল কান্তি নির্বাচিত
দিনাজপুর প্রতিনিধি
নানা আয়োজনের মধ্যে দিয়ে এবং আনন্দমুখর পরিবেশে এপেক্স ক্লাব অব দিনাজপুর এর এজিএম-২০২৪ সম্পন্ন হয়েছে। সেই সাথে আগামী ২০২৫ সালের জন্য ক্লাব পরিচালনা পর্ষদ-এ এপেক্সিয়ান মো. আক্তার শহিদুজ্জামানকে ক্লাব প্রেসিডেন্ট এবং এপেক্সিয়ান মিনাল কান্তি রায়কে ক্লাব সেক্রেটারী হিসেবে নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
দিনাজপুর শহরের একটি আভিজাত চাইনিজ রেস্টুরেন্টে গতকাল শনিবার রাতে এপেক্স ক্লাব অব দিনাজপুরের আয়োজনে এজিএম ২০২৪-এ সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব দিনাজপুরে প্রেসিডেন্ট এপেক্সিয়ান কাশী কুমার দাস ঝন্টু। প্রধান অতিথি হিসেবে নব-নির্বাচিত কমিটিকে অনুমোদন প্রদান করেন এপেক্স বাংলাদেশ এর পিডিজি-৭ এর মিথুন কর্নায়েন। স্বাগত বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশ পিডিজি-৭ এবং দিনাজপুর ক্লাবের মেম্বার এপেক্সিয়ান নুরুল মতিন সৈকত। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ক্লাব প্রেসিডেন্ট এপেক্সিয়ান কাশী কুমার দাস ঝন্টু। প্রধান অতিথি এপেক্স বাংলাদেশ এর পিডিজি-৭ এর মিথুন কর্নায়েন বলেন, এপেক্স বাংলাদেশের গঠনতন্ত্রের আর্টিকেল-৬ অনুষ্ঠানে অন্যতম হচ্ছে বার্ষিক সাধারন সভা বা এজিএম। এজিএম’র মাধ্যমে আগামী ২০২৫ সালের জন্য নতুন কমিটিতে যারা এলেন তাদের দায়িত্ব ক্লাবকে গতিশীল ও আর্ত-মানবতার কল্যাণে কাজ চালিয়ে যাবেন। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এপে. মুক্তি বসাক, আইপিপি এপে. সাকেরাতুল জান্নাত, সার্ভিস ডিরেক্টর এপে. অমৃত রায়, এপে. পরমা পরমিতা, পাস্ট পেসিডেন্ট এপে. মুক্তা মাহবুবা সহ ক্লাব মেম্বারবৃন্দ। সঞ্চাকের দায়িত্ব পালন করেন এপেক্স ক্লাব অব দিনাজপুরের সেক্রেটারী এপেক্সিয়ান হাবিবুর রহমান দুলাল।