সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

এশিয়ান টিভির এক যুগ পূর্তি উপলক্ষে ফুলবাড়ীতে এতিমদের নিয়ে ইফতার

নিজস্ব প্রতিবেদক
বহুল সম্প্রচারিত স্যাটালাইট টেলিভিশন এশিয়ান টিভির এক যুগ পূর্তি উপলক্ষে এতিম ও দুস্থদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১মার্চ) চ্যানেলটির ফুলবাড়ী প্রতিনিধি কবির সরকারের উদ্যোগে উপজেলার বীরমুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলায় এতিম-দুস্থদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী প্রতিনিধি কবির সরকারের সভাপতিত্বে দোয়া ও ইফতার পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী আলহাজ্ব মনসুর আলী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশন রংপুর বুরো প্রধান বাদশাহ ওসমানী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মুহিব্বুল। এতে স্বাগত বক্তব্য রাখেন এশিয়া টেলিভিশন পার্বতীপুর প্রতিনিধি লিমন হায়দার।
এর আগে দুপুরে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গরীব ও অসহায় রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

Share This