এবার ঈদে সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ১৭১ সিনেমা হলে মুক্তি পেয়েছে হাফ ডজন সিনেমা। এর মধ্যে দর্শকমহলে বেশ প্রশংসিত হচ্ছে সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’। আর এর জন্য তিনি মাসের পর মাস পরিশ্রম করেছেন। এম রাহিমের পরিচালনায় সিনেমাটি উঠে এসেছে বাবা-মেয়ের গল্প, যা প্রেক্ষাগৃহে দর্শকের চোখে কান্না ঝরিয়েছে। ঈদের দিন থেকেই সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় ‘জংলি’র শো হাউজফুল যাচ্ছে। যে কারণে ঈদের তৃতীয় সপ্তাহে এসেও প্রেক্ষাগৃহে এখনও ‘জংলি’ দেখতে মানুষ ভিড় জমাচ্ছে।
এমন অবস্থায় মুক্তির ১৬ দিনে ‘জংলি’ কত আয় করেছে, সেই তথ্য দিয়েছেন এর নির্মাতা এম রাহিম। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফেসবুক স্ট্যাটাসে এই নির্মাতা জানিয়েছেন, ‘জংলি’র গ্রস কালেকশন (টিকিট বিক্রি মূল্য) দুই কোটি ছয় লাখ টাকা।
তিনি আরও জানান, পরিবারের সবাই একসঙ্গে হাসছে, একসঙ্গে কাঁদছে বাংলা সিনেমা দেখে, ‘জংলি’ দেখে। আমরা নিশ্চিত, আরও হাজারো-লাখো পরিবারের হাসি-কান্নার কারণ হবো।
এরপর সিনেমার আয়ের পরিমাণ জানিয়ে তিনি বলেন, ‘জংলি’র ১৬ দিনের টোটাল গ্রস কালেকশন দুই কোটি ছয় লাখ টাকা প্রায়। এই ভালোবাসা চলুক, চলতেই থাকুক।
উল্লেখ্য, ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় সিয়াম আহমেদের সঙ্গে অভিনয় করেছেন শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম এবং রাশেদ মামুন অপু প্রমুখ।