নিজেস্ব প্রতিবেদক
ব্যবসায়িক ক্ষেত্রে সফলতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রাজু কুমার গুপ্ত। তিনি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গুপ্তা প্লাইউড এ্যান্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান।
শুক্রবার (৭ জুন) বিকেলে রাজধানী ঢাকার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে সামাজিক ও স্বেচ্চাসেবী সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে তাকে এ সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। রাজু গুপ্তের পক্ষে তাঁর মেয়ে রিয়া গুপ্তা এ অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন।
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আদর্শ জাতি গঠনে শিক্ষাবিদ, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান করা হয়।
এতে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন উপদেষ্টা এ্যাড. মো. মনির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর বিচারপতি এস. এম. মজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ড. মাসুদা সিদ্দিক রোজী, বাংলাদেশ নির্বাচন কমিশন এর সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া, সাবেক সচিব ড. মোখলেস উর রহমান পিএইচডি, সাবেক সচিব ড. বিকর্ণ কুমার ঘোষ, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বাংলাদেশ পুলিশ এর সাবেক ডিআইজি ও আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মেহেরুন নিছা মেহেরিন।