কাহারোল প্রতিনিধি
দিনাজপুরের কাহারোল উপজেলার জয়নন্দ বাজার সংলগ্ন এলাকার মানুষের বাড়ি বাড়ি বিশুদ্ধ পানি সরবরাহ ও জয়নন্দ হাটে দোকানের পানি সরবরাহের জন্য ২ কোটি ৭লক্ষ টাকা ব্যয়ে নির্মান করা হলেও বৈদ্যুতিক সংযোগ না থাকায় এখনও চালু হয়নি গভীর নলকূপ। কাহারোল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ এই গভীর নলকূপটি ২০২৩ সালে নির্মান করে। সাড়ে ৬ শতক জমির উপর নির্মান করা হয়েছে গভীর নলকূপটি। গভীর নলকূপটি নির্মানের পর পাম্প বসানো হলেও আজ পর্যন্ত চালু করা হয়নি গভীর নলকূপটি। সল্পমূল্যে বাসা বাড়িতে বিশুদ্ধ পানি সরবরাহ করতে এই গভীর নলকূপ বসানো হয়। ডুডিয়া সৈয়দপুর ও চামদুয়ারী জয়নন্দ হাটসহ ৩শতটি পরিবার এই সুবিধা পাবে। ইতোমধ্যে পাইপলাইনের কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে গভীর নলকূপটি চালু করতে পারছেন না কর্তৃপক্ষ। জয়নন্দ এলাকার রিপন রহমান জানান, গত ৭ মাস আগে গভীর নলকূপের কাজ সম্পন্ন হলেও বর্তমানে বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে এর সুফল ভোগ করতে পারছেন না এলাকাবাসী। কাহারোল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আবদুস সালাম বলেন, ঠিকাদার বিদ্যুৎ সংযোগের আবেদন করেছেন এবং ডিমান্ট ফি জমা দিয়েছেন। অল্প কিছুদিনের মধ্যে গভীর নলকূপটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। নলকূপটি চালু হলে এলাকার লোকজন বিশুদ্ধ পানি সবসময় পাবে।