নিজস্ব প্রতিবেদক
প্রতিদিন সকাল বেলা গরম চায়ে চুমুক দিতেই পাঠক হাত বাড়িয়ে পত্রিকা খোঁজেন। পাঠক চায়ের ফাঁকে স্বল্প সময়ের মধ্যেই যেন দেশ বিদেশ ঘুরে আসেন। প্রতিদিন কাক ডাকা ভোরে পাঠকের হাতে পত্রিকা পৌঁছে দেন হকাররা। পাঠকের হাতে পত্রিকা পৌঁছে দেয়ার মাধ্যমে জীবনের মূল্যবান সময় ব্যয় করলেও পান না তেমন পারিশ্রমিক। ফলে জীবন সংসারে চলতে থাকে টানাপোড়েন। এই টানাপোড়েনের জীবনে বিলাসীতার কোন সুযোগ থাকেনা। আর শরীরে যদি কোন রোগ বাসা বাঁধে তবে উন্নত চিকিৎসা করানোর সামর্থ্যও তাদের থাকেনা। এভাবে দুনিয়া ছেড়ে যেতে হয় পত্রিকা হকারদেরকে।
এভাবেই দীর্ঘদিন কিডনি রোগে অসুস্থ থাকার পর অবশেষে মৃত্যু বরণ করেছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পত্রিকা বিক্রেতা ইদ্রিস আলী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার সকাল সাড়ে ৬টায় ফুলবাড়ী উপজেলার দৌলতপুর হড়হড়িয়াপাড়া গ্রামে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।
পত্রিকা বিক্রেতা ইদ্রিস আলী ওই গ্রামের সামসুদ্দিনের ছেলে। তিনি দীর্ঘ ২৭ বছর ধরে ফুলবাড়ী শহরে জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকা বিক্রি করছিলেন। গত ২ বছর থেকে কিডনি রোগে ভুগছিলেন তিনি। আজ বাদ আছর নামাযে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকগণ বলেছেন তার দুটি কিডনি অকেজো হয়ে পড়েছিল। ইদ্রিস আলীর ঘরে তার দুটি প্রতিবন্ধি মেয়ে ও স্ত্রী রয়েছেন।
এদিকে পেপার বিক্রেতা ইদ্রিস আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকগণ, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ, পত্রিকা এজেন্ট আব্দুল মোন্নাফ ও অন্যান্য পত্রিকা বিক্রেতাগণ। এছাড়াও দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক দেশ মা পত্রিকার প্রকাশক রাজু কুমার গুপ্ত, ব্যবস্থাপনা সম্পাদক আনন্দ গুপ্ত এবং দৈনিক দেশ মা সংশ্লিষ্ট সকলে গভীর শোক প্রকাশ করেন।