[caption id="attachment_3915" align="alignnone" width="1000"] প্রতিকী ছবি[/caption]
দেশ মা ডেস্ক
বাসা থেকে বের হয়ে সড়কে উঠতেই একটি স্বর্ণের চেইন কুড়িয়ে পান এক যুবক। প্রায় তিন বছর ধরে চেইনের প্রকৃত মালিকের অপেক্ষায় আছেন তিনি। নিজের ফেসবুক আইডি ছাড়াও বন্ধু ও এলাকার ফেসবুক গ্রুপে মালিকের সন্ধান চেয়েও এখনও খুঁজে পাননি তিনি। আর প্রকৃত মালিককে কবেই বা খুঁজে পাবেন, তা নিয়ে বিড়ম্বনায় রয়েছেন ওই যুবক।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়া নতুন বাজার মহল্লার মৃত ইসলাম উদ্দিন সরকারের ছেলে মো. আতারুল হাবিব জোসেপ স্বর্ণের চেইনটি কুড়িয়ে পান। ২০২১ সালের সেপ্টেম্বর মাসের এক সকালে তিনি এটি খুঁজে পান। চেইনটি আসল কিনা যাচাই করতে বাজারের একটি জুয়েলার্সের দোকানে যান। সেখানে তিনি জানতে পারেন, এটি বিদেশি খাঁটি সোনার চেইন, যার আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা।
বিষয়টি নিয়ে জোসেপ শুরু থেকেই বিভিন্নভাবে প্রচার চালান এবং বেশ কয়েকজনের সাড়া পান। তবে সঠিক প্রমাণ না পাওয়ায় তিনি চেইনটি কাউকে দিতে পারেননি। এর মধ্যে অনেকেই তার কাছে এসে নিজেদের মালিক দাবি করলেও চেইনের ওজন ও ধরনের সঙ্গে প্রমাণ মেলাতে ব্যর্থ হওয়ায় তারা ফিরে গেছেন।
জোসেপ জানান, তিনি থেমে থেমে প্রচার চালাচ্ছেন। নিজের ফেসবুক আইডি ছাড়াও বিভিন্ন গ্রুপ ও ঘনিষ্ঠ বন্ধুদের আইডি ব্যবহার করে প্রকৃত মালিকের খোঁজ নিচ্ছেন। তবে এখনো সঠিক প্রমাণের অভাবে চেইনের প্রকৃত মালিকের সন্ধান পাননি।
তিনি আরও বলেন, এই চেইন নিয়ে আমি বড়ই বিড়ম্বনায় পড়েছি। এই তিন বছরে প্রায় ৩০ জন নারী-পুরুষ মানি রশিদসহ বিভিন্ন প্রমাণ নিয়ে এসেছেন। কিন্তু চেইনের ওজন ও ধরনের সঙ্গে মিল না থাকায় তাদের কাউকেই দিতে পারিনি।
তিনি উল্লেখ করেন, চেইনটি বেশ ব্যতিক্রম। এতে অন্য সাধারণ চেইনের তুলনায় বেশ কিছু আলাদা হুক রয়েছে। এসব হুকের মিল ছাড়াও হারানোর স্থানের সঠিক তথ্য দিলে স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের লোকজনের উপস্থিতিতে চেইনটি ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
জোসেপ জানান, চেইনটি দান করতে চেয়েও বাধার মুখে পড়েছেন। কারণ স্থানীয় একটি মাদরাসার হুজুর বলেছেন, যেহেতু তিনি বিভিন্ন মাধ্যমে প্রচার চালিয়েছেন, প্রকৃত মালিক পাওয়া গেলে চেইনের মূল্য তাকে পরিশোধ করতে হতে পারে। তাই তিনি মালিক খুঁজে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।