খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের “বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পের আওতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে তিন ব্যাচে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী
অনুষ্ঠান আজ শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা সমন্বয়কারী আবু বকর সিদ্দিক এবং উপজেলা কো-অর্ডিনেটর আমানুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, গ্রাম আদালত সম্পর্কে পরিষদ সদস্যদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিচার প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ, সাশ্রয়ী ও কার্যকর হবে। এই প্রশিক্ষণ ইউপি সদস্যদের স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে আইনি কাঠামো অনুসরণে সহায়ক হবে বলে তারা মত প্রকাশ করেন।