খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জুয়া, চুরি-ছিনতাই, ইভটিজিং ও মাদক প্রতিরোধ, সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে গ্রাম পুলিশের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে ৬ ইউনিয়নের গ্রাম পুলিশদের নিয়ে এ সভা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি মো. কামরুজ্জামান সরকার। সভায় ইউএনও গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে সতর্কতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।