খানসামায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার পাকেরহাটে এ আয়োজন অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব ওবাইদুর রহমান মুন্সীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি আখতারুজ্জামান মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
