শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

খানসামায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার পাকেরহাটে এ আয়োজন অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব ওবাইদুর রহমান মুন্সীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি আখতারুজ্জামান মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share This