সোমবার, ২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

খানসামায় ভূমি মেলা ২০২৫-এর উদ্বোধন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলায় তিন দিন ব্যাপী ‘ভূমি মেলা ২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
আজ রোববার সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) (অ:দা:) মো. কামরুজ্জামান সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে বর্ণাঢ্য র‌্যালি, জনসচেতনতামূলক সভা এবং বিভিন্ন সেবামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মেলায় সাধারণ মানুষের মাঝে ভূমি সংক্রান্ত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সহজে সেবা প্রাপ্তির বিষয়টি গুরুত্ব পায়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share This

COMMENTS