বৃহস্পতিবার, ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

খানসামায় শিশু পার্কে পরিচ্ছন্নতা অভিযান

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলার ৬টি ইউনিয়নের গ্রাম পুলিশদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার আজ বুধবার  বিকেলে খানসামা শিশু পার্কে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় অভিযানে অল্প সময়ের মধ্যেই শিশু পার্কের চারপাশে পরিচ্ছন্নতার এক নতুন রূপ ফুটে ওঠে।
এসময় ইউএনও কামরুজ্জামান সরকার বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ আমাদের সবার জন্য প্রয়োজন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষকে নিজ নিজ দায়িত্ববোধ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ভূমিকা রাখতে হবে, সেই ধারাবাহিকতায় এই পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে।
স্থানীয়রা জানান, শিশু পার্ক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে শিশুদের বিনোদনের পাশাপাশি পরিবারগুলোও সুন্দর পরিবেশে সময় কাটাতে পারবে।

Share This