খানসামা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ


খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে দিনাজপুরের খানসামা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন খানসামা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের সভাপতি শরিফুল ইসলাম প্রধান ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার ফারুক হোসেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, অধ্যক্ষ শরিফুল ইসলাম স্বাধীন, শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অভিভাবকবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের নৈতিক, মানসিক ও পড়ালেখার উন্নয়নে অভিভাবক–শিক্ষক–প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। শিক্ষার্থীদের উপস্থিতি, পড়ালেখার মান, আচরণবিধি ও প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে পরিবার ও প্রতিষ্ঠানের যৌথ ভূমিকা শিক্ষার মানোন্নয়নে বড় ভূমিকা রাখবে।
অভিভাবকরা শিক্ষার পরিবেশ, শিক্ষকতার মান, শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে মতামত দেন এবং নিয়মিত এ ধরনের সমাবেশ আয়োজনের দাবি জানান।
