বুধবার, ২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষায় দিনাজপুরে বৃক্ষরোপণের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ দিনাজপুরের আয়োজনে দিনাজপুর বড় মাঠের সড়কের পাশে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষায় “এক শহীদ, এক বৃক্ষ”-এই শ্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।
আজ শনিবার সকাল ১০ টায় দিনাজপুর ঈদগাহ মাঠ সংলগ্ন সড়কের পাশে ফলদ, বনজ, ঔষধীসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এসএম হাবিবুল হাসান, দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খান, বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার সহকারি বন সংরক্ষক নুরুন্নাহার, সদর রেঞ্জ কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) মো. আব্দুল মান্নান, জেলা সমাজসেবা অফিসার আব্দুল মতিন, প্রবেশন অফিসার মো. মূনির হোসেন, শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম, শহিদ রুদ্র সেনের পিতা সুবীর কুমার সেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Share This