[caption id="attachment_4561" align="alignnone" width="1000"] গাইবান্ধা প্রতিনিধি[/caption]
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সোমবার দুপুরে পিকে বিশ্বাস রোডস্থ সমিতি কার্যালয়ে অনুদানের চেক বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চেক বিতরণ করেন প্রধান অতিথি গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা চেয়ারম্যান আজাদ মো. আবু রায়হান মন্ডল, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক মিয়া, কোষাধ্যক্ষ মো. খায়রুজ্জামান দুদুসহ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সংগঠনের সদস্য এবং তাদের সন্তানদের জন্য কেন্দ্রীয় সংগঠন থেকে প্রাপ্ত এককালিন অনুদান, শিক্ষা বৃত্তি, জটিল ও সাধারণ রোগীর চিকিৎসার জন্য ৬১ জনের মধ্যে মোট ৬ লাখ ৪৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়।