গাইবান্ধা প্রতিনিধি
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই শ্লোগান নিয়ে গাইবান্ধা রংপুর দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সোমবার কাচারী বাজার এলাকায় মানববন্ধন ও স্বাধীনতা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে স্বাধীনতা প্রাঙ্গণে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময় গোপ, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান, রংপুর দুদুকের সহকারী পরিচালক একেএ নূরে আলম, সনাক সভাপতি আফরোজা বেগম লুপু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম. আবদুস সালাম, সনাক সাবেক সভাপতি অধ্যাপক মাজহারউল মান্নান, অধ্যাপক জহুরুল কাইয়ুম প্রমুখ।