গাইবান্ধায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন
গাইবান্ধা প্রতিনিধি
আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে আজ মঙ্গলবার ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি পৌর পার্ক থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, এখনই’।
পরে পৌর পার্কে প্রবীণদের বসার গোল ঘরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি খায়রুজ্জামান দুদুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মাহফুজার রহমান স্বপন, মানবাধিকার সদস্য আনিসুল হক দুলু, মো. নুরুজ্জামান সরকার, মো. আব্দুল কাদের, মো. বাদশা হক্কানী, মোছা মর্তুজা বানু, জহুরুল হক রাজা মিয়া প্রমুখ।
বক্তারা মানবাধিকার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং আগামীতে সংগঠনকে আরও গতিশীল করার জন্য কাজ নানা বিষয় তুলে ধরেন।