বুধবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাইবান্ধা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে গাইবান্ধায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করা হয়। জাতীয়তাবাদী মহিলা দল গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচি পালন করে।
দলীয় কার্যালয়ে দলের জেলা সভাপতি ফরিদা ইয়াছমিন শোভার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, বিএনপি নেতা শফিকুল ইসলাম রুবেল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের জেলা সাধারণ সম্পাদক মৌসুমী বেগম তমা। শেষে দলীয় কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Share This