বুধবার, ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় তারেক জিয়া সাইবার ফোর্স নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

গাইবান্ধা প্রতিনিধি
তারেক জিয়া সাইবার ফোর্স গাইবান্ধা জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল এবং প্রধান বক্তা ছিলেন তারেক জিয়া সাইবার ফোস কেন্দ্রীয় কমিটি রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক বিপুল কুমার দাস। সভায় তারেক জিয়া সাইবার ফোর্স সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের জেলা সভাপতি মো. ফরহাদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাকিবুল হাসান শাওনের সঞ্চালনায় পরিচিতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সহ-সভাপতি মো. শহীদুজ্জামান শহীদ, সহ-সভাপতি আব্দুল আউয়াল আরজু, তারেক জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটি রংপুর বিভাগের যুগ্ম সম্পাদক রোকনুজ্জামান চৌধুরী এ্যাপোলো, অ্যাড. মো. শাহ নেওয়াজ খান, মো. মাইদুল ইসলাম, মো. বাদল মিয়া, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুনমুন রহমান, সহ-সভাপতি জসিম মিয়া, সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, আগামীতে যেন তারেক জিয়া সাইবার ফোর্সের নেতৃবৃন্দকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন। সেইসাথে এই সংগঠনকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

Share This