বৃহস্পতিবার, ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর মাদারহাট ব্রিজের নলেয়া নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ৩টায় উপজেলার নলেয়া নদীর তলদেশ থেকে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ রেজাউল করিমের নেতৃত্বে ফায়ার সার্ভিসের ডুবুরী দল তার মরদেহ উদ্ধার করে।  আহসান হাবীব ওরফে বোরহান উদ্দিন (১২)  ইদিলপুর ইউনিয়নের তরফ পাহাড়ি গ্রামের আসাদুজ্জামানের একমাত্র ছেলে ও তরফ সাদুল্লা দাখিল মাদ্রাসার ৬ষ্ট শ্রেণির ছাত্র।

জানা যায়, বোরহান উদ্দিন তার তিন বন্ধু মাদ্রাসায় না গিয়ে মাদারহাট মেলার ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত নলেয়া নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে বোরহান নদীর পানিতে তলিয়ে যেতে থাকলে তার সঙ্গীরা তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। তারা বিষয়টি স্থানীয়দের জানালে তারা এগিয়ে এসে উদ্ধার তৎপরতা চালায় ও পলাশবাড়ী ফায়ার সার্ভিসে বিষয়টি অবগত করেন। কিছু সময় পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম সহ ও স্থানীয়রা বোরহানকে খুঁজতে থাকে।
এর এক ঘন্টা পর রংপুর থেকে ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। তারা ৪৫ মিনিট নদীর তলদেশ খোঁজ করে বোরহানের মরদেহ উদ্ধার করে। শিশু বোরহানের নিখোঁজের খবরে নদীর দু ধারে উৎসুক জনতা ভীড় জমায়।
এ বিষয়ে ইদিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, ছেলেটি নদীর পানিতে ডুবে গেছে জানার সাথে সাথে মটর সাইকেলে চালিয়ে মোড় থেকে লোকজন ডেকে নিয়ে এসে উদ্ধার তৎপরতা চালাই এবং ফায়ার সার্ভিসে খবর দেই।

Share This