বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় জালিয়াতি মামলায় ২৬ জন রিমান্ডে

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলায় অনুষ্ঠিত হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করে সংঘবদ্ধ জালিয়াতির অভিযোগ উঠেছে। এ ঘটনার মামলায় ৫১ জন আসামির মধ্যে ২৬ আসামিকে ২ দিনের রিমান্ড মঞ্জুর ও ২৫ আসামির জামিন নামঞ্জুর করেছে আদালত।
আজ মঙ্গলবার গাইবান্ধা আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান আসামির রিমাণ্ড মঞ্জুর ও জামিন নামঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা যায়, শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা জেলার তিনটি উপজেলার ৫১ কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনুষ্ঠিত হয়। এসময় ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহারসহ অন্যান্য অসদুপায় অবলম্বনের দায়ে সদর উপজেলার ৩৭ কেন্দ্র থেকে ৩৭ জন, পলাশবাড়ী উপজেলার ৪ কেন্দ্র থেকে ১২ জন ও ফুলছড়ি উপজেলার ২ কেন্দ্র থেকে ২ জনকে আটক করা হয়েছে। এরপর আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন গাইবান্ধা কোর্ট ইন্সপেক্টর জামাল উদ্দিন বলেন, ওই ঘটনার মামলায় ২৬ জন আসামিকে ২ দিনের রিমান্ড মঞ্জুর ও নারীসহ ২৫ আসামির জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

Share This