বৃহস্পতিবার, ২৪শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় স্বাস্থ্য ও যৌন-প্রজনন স্বাস্থ্যের অধিকার নেটওয়ার্কিং সভা

গাইবান্ধা প্রতিনিধি
স্বাস্থ্য ও যৌন-প্রজনন স্বাস্থ্যের অধিকার ও প্রান্তিক এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সক্রিয়ভাবে যুক্ত থাকা নিশ্চিত করা বিষয়ে দ্বিতীয় নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে গাইবান্ধা শহরের সার্কুলার রোডের একটি রেস্টুরেন্টের হলরুমে আরএইচস্টেপের ইউওয়াইপি প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতষ্ঠানের কিশোর-কিশোরী, অভিভাবক, যুব নারী-পুরুষ, যুব প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, অভিভাবক, ডাক্তার ও সিভিল সোসাইটির সদস্যরা অংশ নেন। এই সভার মূল প্রতিপাদ্য ছিল “কিশোর-কিশোরী ও যুবাদের নতুন ভাবনা, নতুন পথ”।
আরএইচস্টেপ গাইবান্ধা সেন্টারের ইউনিট প্রধান মো. এনামুল হক বলেন, আরএইচস্টেপ ও তার প্রকল্প ইউওয়াইপি -এর উদ্দেশ্য হলো কিশোর-কিশোরী ও যুবদের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (এসআরএইচআর), জেন্ডার সমতা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও সচেতনতা সৃষ্টি করা। এই প্রকল্পের মাধ্যমে স্কুল ও কমিউনিটি পর্যায়ে বিভিন্ন সচেতনতামূলক সেশন, মেন্টরিং ও নেতৃত্ব বিকাশ কর্মসূচি পরিচালিত হয়। নেটওয়ার্কিং সভায় ইউওয়াইপি বিষয়ে প্রেজেন্টেশন প্রদান করেন ইয়ুথ অফিসার মোছা. আসফিয়া খাতুন। পরে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীদের মতামত গ্রহন করা হয় এবং সকলের প্রশ্ন উত্তর করেন ইয়ুথ অফিসার মো. তাজবিউল ইসলাম।
সমাপনী ডা. মো. রশিদুল হাসান বকুল বক্তব্যে বলেন, যুবদের যদি আরও সচেতন করা যায় তাহলে এর বিস্তার কার্যক্রম সম্ভব ও সকল কিশোর কিশোরী ও যুব সমাজ সামনের দিকে এগিয়ে যাবে।

Share This