বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

গাইবান্ধা প্রতিনিধি
আগামী ২৪মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সভা সফল করতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ বুধবার স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী। সভায় জেলা, সাত উপজেলা ও পৌর স্বেচ্ছাসেক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সরকার খোকনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হক মামুনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা যুগ্ম আহবায়ক সোয়েব হক্কানী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ইসতিয়াক আহমেদ রনি, বিষ্ণু কুমার দাস, ফরহাদ আলী, সাদুল্যাপুরের নয়ন কবির নয়ন, মশিউর রহমান, পলাশবাড়ির শামীম রেজা, হাসান মো. ইমরান, গোবিন্দগঞ্জের শাহ আলম, রানু মন্ডল বাবু, দেবাশীষ কুমার চাকী, সুন্দরগঞ্জের গোলাম আজম, মতিয়ার রহমান প্রমুখ।
বক্তারা বলেন, আগামী ২৪মে বগুড়ার সেন্টাল হাইস্কুল মাঠে রাজশাহী, রংপুর বিভাগের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে আমরা ঐক্যবদ্ধ ও শক্তিশালী। ওই সভা থেকে তারেক রহমান যে বার্তা দেবে আমরা সেই বার্তার মধ্য দিয়ে ভোটের অধিকার আদায়ের আন্দোলনে যাবো।

Share This