রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন


গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বন্দর, বসতভিটা, ফসলি জমি রক্ষা ও বালু মহাল ঘোষণার প্রতিবাদে সোমবার দুপুরে কামারজানি বন্দরে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কামারজানি বন্দর বসতভিটা ও ফসলি জমি রক্ষায় বালু মহাল প্রতিরোধ কমিটি এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও জিয়া পরিষদের জেলা আহবায়ক আব্দুল আউয়াল আরজু, সংগঠনের আহবায়ক বিশিষ্ট সমাজসেবক মো. ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা মো. আফছার আলী, মো. জহুরুল হক, মো. এমদাদুল হক মিলন, সদস্য সচিব ইসলামী আন্দোলন ইউনিয়ন সভাপতি মো. মাজু আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সাদেক লেবু, সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সাম্যবাদী আন্দোলন জেলা নেতা মনজুর আলম মিঠু, বাসদ মার্কসবাদী জেলা নেত্রী অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।
বক্তারা গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বন্দর বসতভিটা ও ফসলি জমি ধ্বংস করে বালু মহাল বন্ধ, ফসলি জমিকে বালু মহাল ঘোষণা করার প্রজ্ঞাপন জারি অবিলম্বে বাতিল ও নদী ভাঙন রোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।

Share This